🏠 Home

হাসনুহানা

শিল্পী: রূপম ইসলাম

YouTube-এ গানটি শুনুন

Music...

ওহ মৌ,
তুমি জানো না যে মাঝরাতে
একঘেঁয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে।

জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে,
আর ভুলে যাই পস্তাতে।

জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনমতে,
বেঁচে গেছি বলি হতে হতে।

হয়তো মরে গেলে হতো বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেলো,
জীবনের সেরা স্মৃতিগুলো।

স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে,
আর ভেঙে পড়ে কান্নাতে।
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া,
দিই পলায়নে আশকারা, আমায়।

এই প্রাণ, এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রল-ও

থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ,
স্মৃতি দেয় দুয়ো আর হাসে ..

বলো, ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা,
বলি সোকজ-টা দিতে জমা।
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না,
আরে, ফুটেছে হাসনুহানা,
তাকাও ..

জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হতে হতে।

হয়তো মরে গেলে হতো বেশি ভালো
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতিগুলো।

এই প্রাণ, এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাঁহাতক বলো ?
শেষ হয়ে গেলো পেট্রল-ও
থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে।